বরিশালের বাবুগঞ্জে ভ্যানের চাকায় ওড়না আটকে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর এলাকায় মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে ।
মৃত স্কুল শিক্ষিকার নাম তাসমিন আক্তার শিখা। ৩৮ বছরের শিখা উত্তর ভূতেরদিয়া এলাকার বাসিন্দা। তিনি ব্রাক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমিন আক্তার শিখা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিখা।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এই ধরণের কোনো খবর এখন পর্যন্ত পায়নি। খোঁজ নিয়ে দেখছি।