কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়ির টয়লেট থেকে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা গ্রামের তাইজাল বিশ্বাসের বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন তাইজাল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন ও তাদের ছয় বছর বয়সী ছেলে আনাজ। তাইজাল কুয়েত প্রবাসী।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
ওসি জানান, দুপুরে এক প্রতিবেশী তাইজালের বাড়িতে গিয়ে মনিরাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন। পরে ঘরের টয়লেটে মনিরা ও আনাজের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ওসি গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য এক গ্রাম্য চিকিসৎককে থানায় নেয়া হয়েছে।
তাইজালের বাড়ির সঙ্গেই তার বাবা ও ভাইদের বাড়ি। তবে কেন, কীভাবে মনিরা ও আনাজের মৃত্যু হলো, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।