বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৮:৫৬

‘বাসে সিট পাওয়া কঠিন। তাছাড়া অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেট কার অথবা মাইক্রোবাসে যাওয়ার মতো সামর্থ্য নেই। তাই কম ভাড়ায় ঝুঁকি নিয়ে ট্রাকে উঠেছি।’

রাত পোহালেই ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে সারা দেশের মানুষের পাশাপাশি রাজধানী ছাড়ছেন উত্তরবঙ্গবাসী।

মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে দেখা গেছে দীর্ঘ যানজট। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলের পাশাপাশি কম খরচে ট্রাকে করে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ।

পরিবার নিয়ে ঢাকা থেকে পাবনা যাচ্ছেন আব্দুল লতিফ। নিউজবাংলাকে তিনি জানান, বাসের তুলনায় ভাড়া কম হওয়ায় পরিবারসহ ট্রাকে উঠেছেন। কিন্তু যানজটের কারণে ভোগান্তি বেড়েছে।

আরেক যাত্রী হায়দার আলী জানান, বাসে সিট পাওয়া কঠিন। তাছাড়া অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেট কার অথবা মাইক্রোবাসে যাওয়ার মতো সামর্থ্য নেই। তাই কম ভাড়া দিয়ে ঝুঁকি নিয়েই ট্রাকে উঠেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বাসে সিট না পেয়ে অনেকে ট্রাকে করে বাড়ি ফিরছেন। সড়কে যানবাহনের চাপও বেশি। এতে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে।’

এ বিভাগের আরো খবর