ওসি আব্দুল মমিন জানান, মরদেহটি একজন পুরুষের। বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুই থেকে তিনদিন আগে নদীতে ফেলে দেয়া হয়েছে।
নওগাঁর ধামইরহাটে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের ধুরইল ব্রিজের দক্ষিণ পাশ থেকে মঙ্গলবার দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে এলাকাবাসী চিরি নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, মরদেহটি একজন পুরুষের। বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুই থেকে তিনদিন আগে নদীতে ফেলে দেয়া হয়েছে।
এরপর মরদেহটি ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।