ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে মাহিন্দ্রের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার গাও রামগোপালপুর এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম শান্তি রাণী। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোয়ান্দা এলাকায়। আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। তারা দুজনেই মাহিন্দ্রের যাত্রী ছিলেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার।
তিনি জানান, ময়মনসিংহ থেকে একটি মাহিন্দ্র যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জে যাচ্ছিল। গৌরীপুরের গাও রামগোপালপুর এলাকায় আসলে ভৈরব থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মাহিন্দ্রের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শান্তি রাণী মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, শান্তি রাণীর মরদেহ থানার রাখা হয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। আরেকজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
তিনি আরও জানান, বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।