বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত দুটি

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৮:০৫

প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয়টি ৭টা ৪৫ মিনিটে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি ও সমাজিক দূরত্ব বজায় রেখে এবার ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে ষাটগম্বুজ মসজিদে।

প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয়টি ৭টা ৪৫ মিনিটে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. জায়েদ বলেন, ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। মসজিদে মুসল্লিদের প্রবেশের সময় জায়নামাজ ও মাস্ক পরে প্রবেশ করতে হবে। মসজিদের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী রাখা হবে।

বাগেরহাট আলিয়া (কামিল)মাদ্রাসা, পুরাতন কোর্ট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগের বাজার হাজি আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে সকাল ৭টা ৩৫ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

মিঠাপুকুর পাড় জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালা জামে মসজিদ ও সরুই হাজি আরিফ জামে মসজিদে সকাল ৭টা ৪০ মিনিটে নামাজ হবে।

বাগেরহাট কালেক্টরেট (নতুন কোর্ট) জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, পুলিশ লাইনস জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদ, সরুই মাদ্রাসা জামে মসজিদ, পৌরপার্ক জামে মসজিদ, দড়াটানা জামে মসজিদ ও খানজাহান পল্লী জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে জামাত হবে।

এ ছাড়া ঐতিহাসিক খানজাহান আলী দরগা মসজিদে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর