বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপহরণের ১০ দিন পর চালক উদ্ধার, গ্রেপ্তার ২

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৮:২৪

র‍্যাব জানায়, ভাড়ায় অটোরিকশা নেয়ার কথা বলে ১০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রুহুলকে বাড়ি থেকে ডেকে নেয় কয়েকজন। তারা যাত্রী বেশে রুহুলের গাড়িতে ওঠে। গাড়িটি জালিয়াপালং মনখালী বন বিভাগের বিট অফিসের সামনে পৌঁছলে ওই অপহরণকারী চক্রের আরও কয়েকজন গাড়িতে চড়ে। এর পর রুহুলের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অপহৃত রুহুল আমিনের বাড়ি উখিয়ার মনখালী দক্ষিণ পাড়ায়। তিনি পেশায় অটোরিকশা চালক।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী মঙ্গলবার বিকেলে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাড়ায় অটোরিকশা নেয়ার কথা বলে ১০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রুহুলকে বাড়ি থেকে ডেকে নেয় কয়েকজন। তারা যাত্রী বেশে রুহুলের গাড়িতে ওঠে। গাড়িটি জালিয়াপালং মনখালী বন বিভাগের বিট অফিসের সামনে পৌঁছলে ওই অপহরণকারী চক্রের আরও কয়েকজন গাড়িতে চড়ে। এর পর রুহুলের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

রুহুলের চাচার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই বিকাল ৪টার দিকে র‌্যাবের একটি দল ওই যুবককে উদ্ধারে অভিযান শুরু করে। অপহরণকারীদের ফাঁদে ফেলতে মুক্তিপণের টাকা দেয়া হবে বলে তাদের জানানো হয়।

তখন অপহরণকারীদের একজন মুক্তিপণের টাকা নিতে হোয়াইক্যং বাজার ব্রিজের সামনে এলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে পরে আটক করা হয় আরেক অপহরণকারীকে।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২০ জুলাই রাত সাড়ে ৩ দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রুহুলকে উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে রুহুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর