বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৫:২৬

এসআই আনোয়ার হোসেন জানান, সিলেটগামী একটি বিআরটিসির বাস দেবিদ্বার বড়পুকুরিয়া এলাকায় অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসমা আক্তার মারা যান।

কুমিল্লা দেবিদ্বারে বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আসমা আক্তার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার বড়পুকুরিয়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তারের বাড়ি দেবিদ্বার নবীপুর এলাকায়।

মিরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটগামী একটি বিআরটিসির বাস দেবিদ্বার বড়পুকুরিয়া এলাকায় অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসমা আক্তার মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, অটোরিকশা ও বিআরটিসি বাসের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর