বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিকাশ এজেন্টের গলাকাটা মরদেহ উদ্ধার

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৫:২৪

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানান, সোমবার রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন ওই বিকাশ এজেন্ট। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়ির পাশের সড়কে মরদেহ ফেলে রাখে। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখে থানায় খবর দেয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বিকাশ এজেন্টের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই এলাকা থেকে মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম ইসাহাক আলী। তার বাড়ি জাবরহাট ইউনিয়নের করনাই পশ্চিমপাড়া গ্রামে। তার দোকান পীরগঞ্জ বাজারে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন ইসহাক। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়ির পাশের সড়কে মরদেহ ফেলে রাখে। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ইসহাকের মরদেহ দেখে থানায় খবর দেয়।

তিনি আরও জানান, ইসহাকের হাত, পা, মাথায় ও গলায় কোপের চিহ্ন রয়েছে।

স্বজনদের দাবি, ইসহাকের কাছে ব্যবসার টাকা ছিল। সেগুলো ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর