ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর উপজেলার সীমান্তবর্তী খোসালপুর এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজনের বাড়ি খুলনা জেলায়। বাকিদের বাড়ি মাগুরা জেলায়।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে আসছেন। এরপর অভিযান চালিয়ে সীমান্তবর্তী খোসালপুরের ছলেমানপুর গ্রাম থেকে ওই ছয়জনকে আটক করা হয়।
এরপর সকালে মহেশপুর থানায় বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করে হস্তান্তর করেছে। পুলিশ তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।