চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান মঙ্গলবার রাত ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে মানুষ এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে জীবননগর বিওপির সামনে বিজিবি চেকপোষ্টে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে চারজনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশী নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোহাম্মদ হানিফ, দুলালা মূখার্জী, মুকুল চন্দ্র খা এবং সৌমির কুমার বনিক।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে একটি মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।