রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় অটোরিকশায় থাকা দুই শিশু ও তাদের বাবা নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি শিশুদের মা।
উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার কলেজমোড় এলাকায় সোমবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরমাহেন্দ্রপুর গ্রামের ইসমাইল শেখ, তার ১৫ বছরের মেয়ে শিখা খাতুন, ৫ বছরের ছেলে আব্দুল মালেক।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অটোরিকশায় করে ইসমাইল তার পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন । রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন ইসমাইল ও তার মেয়ে শিখা।
হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় শিশু মালেকের। ইসমাইলের স্ত্রী নাজমা বেগম ও অটোরিকশার আরেক যাত্রী আশরাফুল ইসলামকে আহত অবস্থায় ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
আশরাফুলের বাড়ি কুষ্টিয়ার খোকসার মহিষবাথান গ্রামে বলে জানান তার মামাশ্বশুর রাজু আহমেদ। তিনি সকালে নিউজবাংলাকে বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আশরাফুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রাজু জানান, সোমবার রাতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পার হয়ে নেমে ওই অটোরিকশায় ওঠেন আশরাফুল। তাতে ছিলেন ইসমাইলের পরিবারও। সবারই গন্তব্য ছিল কুষ্টিয়া। ঈদ করতেই তারা বাড়ি যাচ্ছিলেন। পথে ঘটল এই দুর্ঘটনা।
পাংশা হাইওয়ে থানার ওসি জানান, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে ট্রাক জব্দ ও চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।