বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে ‘রূপসী নওগাঁ’

  •    
  • ১৯ জুলাই, ২০২১ ২১:৫৭

রূপসী নওগাঁর পরিচালক খালেদ বিন ফিরোজ বলেন, ‘২০১৬ সালে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফোটানোই এ সংগঠনের উদ্দেশ্য। সমাজের বিত্তবানরা আমাদের পাশে দাঁড়ালে আরও মানুষকে সহযোগিতা করতে পারব।

ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাই ও রানীনগরে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ও দরিদ্র ১০০ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’।

ওই সংগঠনের দুটি দল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নওগাঁ জেলার আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে এই ঈদ উপহার তুলে দেয়।

সংগঠনটির ঈদ উপহারের মধ্যে ছিল পোলাও চাল, লাচ্ছাসেমাই, চিনি, গুড়ো দুধের প্যাকেট, পেঁয়াজ ও রসুন।

আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের আলাউদ্দিন বলেন, ‘বাড়িত আসা খাবারগুলা কেউ এর আগে হামাকোক দিয়া যাইনি। লাইন ধরা থাকা লেয়া লাগতো। আজ হামার বাড়িত উপহারলা ধইয়া দিয়া গেল। আসলেই খবুই ভালো লাগিচ্ছে। হামি একজন শারিরীক প্রতিবন্ধী মানুষ, মাসে ৭০০ টেকা পাই। সেডা দিয়া হামার সংসার চালানো কষ্ট হইয়া যায়। সামনে ঈদ এই উপহারগুলা পাইয়া অনেক উপকার হলো।’

রাণীনগর উপজেলার মিরাট গ্রামের শরিফুন্নেছা বেগম বলেন, ‘অনেকই তো হামাকে মতো গরীব মানুষোক সাহায্য করে। সেই সাহায্য লিবার জন্য লাইনে দাঁড়া থাকা লাগে। কিন্তু আজক্যা এই ছেলেরা আসা মেলাগুলা উপহার দিয়া গেল। উপহারগুলা পাইয়া ভালো লাগলো। ঈদোত আর কিনা লাগবেনা কিছু।’

রূপসী নওগাঁর পরিচালক খালেদ বিন ফিরোজ বলেন, ‘২০১৬ সালে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফোটানোই এ সংগঠনের উদ্দেশ্য। সমাজের বিত্তবানরা আমাদের পাশে দাঁড়ালে আরও মানুষকে সহযোগিতা করতে পারব। তবে চেষ্টা করে যাচ্ছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও আমাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে।’

এ বিভাগের আরো খবর