মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য নোয়াখালী সদরে নির্মিত ২৪টি ঘরের আশপাশে ফলজ গাছের চারা, সবজি বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলার ধর্মপুর গ্রামে উপহারের ঘরপ্রাপ্তদের মধ্যে সোমবার দুপুর ১২টার দিকে এসব গাছের চারা, সবজি বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।
এ সময় ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম আবু সুফিয়ান, ধর্মপুর ইউনিয়ন পরিষদ সচিব সহিদুল ইসলাম শহিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন ও মো. সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
ইউএনও জাহান উপমা বলেন, ‘মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরকে সবুজ বেষ্টনীতে পরিণত করতে এবং তাদের সবজির চাহিদা পূরণে প্রতিটি পরিবারকে দুটি ফলজ গাছের চারা, লাউ, কুমড়া ও পুঁইশাকের বীজ এবং ৩ কেজি কেঁচো সার, দেড় কেজি করে ডিএসপি ও এমওপি সার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, ‘ক্রমান্বয়ে এখানে বন বিভাগের সহায়তায় নারিকেল, সুপারি, তালসহ বিভিন্ন গাছের চারা লাগানো হবে।’
ভূমিহীন-গৃহহীন মানুষের এই আবাসভূমিতে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।