পাবনার ঈশ্বরদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের সাত দিন পর পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাকশী হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন এলাকার নদীতে সোমবার সকালে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় এক দিনমজুর। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা এসে রায়হানকে শনাক্ত করেন।
রায়হানের বাড়ি উপজেলার সাঁড়া ইউনিয়নের শেখেরচক গ্রামে।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি ডিঙি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান রায়হান। তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই দিন দুপুরে ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্ধার করতে না পেরে ২৪ ঘণ্টা চেষ্টার পর বুধবার বিকেলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের দলনেতা (লিডার) জহিরুল ইসলাম বাবু বলেন, ‘নদীতে প্রচুর স্রোত থাকায় ডুবে যাওয়া স্থান থেকে দূরে চলে যান ওই যুবক। প্রথম দিনে ডুবুরিদল বিষয়টি বুঝতে পেরেছিল। পরিবারের অনুরোধে পরদিনও ডুবুরিদল তলিয়ে যাওয়া স্থানে তাকে খোঁজার চেষ্টা করে।’