চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তার পাশে খালে পড়ে প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে।
উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের আনোয়ারা জুট মিল এলাকায় সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নূর মিয়ার বাড়ি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ঈদগা মোল্লা পাড়া এলাকায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিলেন নূর। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিও ছিল। বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ রাস্তার পাশে খালে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।