ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
উপজেলার ৫ নম্বর যশরা ইউনিয়নের বারইল গ্রামে সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত।
তিনি বলেন, ভোররাতে সংঘবদ্ধ কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় র্যাবের টহল দল গাড়ি থামিয়ে এগিয়ে যায়। তাদের দেখে ওই ব্যক্তিরা পালিয়ে যেতে চেষ্টা করে। র্যাব ধাওয়া দিলে তারা গুলি করতে থাকে। আত্মরক্ষায় র্যাব পাল্টা গুলি চালালে ছত্রভঙ্গ হয়ে তারা পালিয়ে যায়।
তালাত বলেন, গোলাগুলি থামলে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পাওয়া যায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
র্যাবের অধিনায়ক আরও বলেন, তাদের পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
কী ধরনের অস্ত্র ও কী পরিমান ইয়াবা ঘটনাস্থলে পাওয়া গেছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি।