বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাঙ্গাইলে ১৩ কি‌লোমিটারে গাড়ির কচ্ছপগতি

  •    
  • ১৯ জুলাই, ২০২১ ১১:২৫

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, টাঙ্গাইল অংশে যানজট নিরসনে ৬০৩ জন পুলিশ ও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে। 

ঈদ‌যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে টাঙ্গাই‌ল অং‌শের ১৩ কি‌লো‌মিটার সড়‌কে যানবাহন ধীরগতিতে চলছে। এতে অনেকটাই ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের কা‌লিহাতী থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে সোমবার সকালে যানবাহনের ধীরগতির কারণে যানজট দেখা গেছে।

তবে ঢাকা থে‌কে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লে‌নে গাড়ি আটকা থাক‌লেও ঢাকামুখী লে‌নে স্বাভা‌বিক গ‌তি‌তেই চল‌ছে প‌রিবহন।

সকালে মহাসড়কের পুং‌লি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, সল্লা ও জোকারচর এলাকায় এমন চিত্র দেখা যায়। এ সময় ঈদে ঘ‌রে ফেরা মানুষদের খোলা ট্রা‌কে যে‌তেও দেখা গেছে।

এ‌লেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফাঁ‌ড়ির পরিদর্শক ইয়া‌সির আরাফাত জানান, ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে গা‌ড়ির চাপ বেড়ে‌ছে। এতে সকালের দিকে কোথাও কোথাও জটলার সৃষ্টি হয়েছে। কিন্তু কোথাও গাড়ি ঘণ্টার পর ঘণ্টা বসে নেই। মানুষের ভোগান্তি দূর করার জন্য জট নিরস‌নে পু‌লিশ কাজ করছে। এখন অনেকটাই স্বাভাবিকভাবে চলছে গাড়ি।

এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, টাঙ্গাইল অংশে যানজট নিরসনে ৬০৩ জন পুলিশ ও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে।

তিনি আরও জানান, প্রতি এক কিলোমিটার পর পর ৪ জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও প্রতিনিয়ত মোবাইল টিম কাজ করছে।

এ বিভাগের আরো খবর