কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই র্যাব সদস্য।
র্যাবের দাবি ওই যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত গ্রুপের প্রধান। তার নাম করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট সি ব্লকে থাকতেন।
র্যাব জানায়, সোমবার ভোরে এই গোলাগুলি ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুইটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর উপঅধিনায়ক তানভির হাসান।
তিনি জানান, রোববার রাত আড়াইটার দিকে কুতুপালং ১ নম্বর ক্যাম্পে পাহাড়ের দিকে ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর আসে। র্যাবের টহল দল সেখানে গেলে তাদের দিকে গুলি ছোড়া হয়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি করে।
গোলাগুলি শেষে ডাকাতরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ কলিমুল্লাহকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, কলিমুল্লাহর নেতৃত্বে ক্যাম্প এলাকার খুন, অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিলেন।