বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটের শাহী ঈদগাহে এবারও হবে না ঈদের জামাত

  •    
  • ১৯ জুলাই, ২০২১ ০১:১৩

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী বলেন, শাহী ঈদগাহে ঈদের জামাতে সবসময় লক্ষাধিক মানুষ অংশ নেন। মানুষের এই ঢল এবারও থামানো যাবে না। এত  সংখ্যক লোক জড়ো হলে কিছুতেই স্বাস্থ্যবিাধি মানা যাবে না। তাই এখানে ঈদের জামাত আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে।

এবারও ঈদের জামায়ত হবে না সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। রোববার বিকেলে ঈদগাহ পরিচালনা কমিটির সাথে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় সিলেট সিটি করপোরেশন।করোনা সংক্রমণের কারণে গত তিনটি ঈদের জামাতও এই ঈদগাহে আয়োজন করা হয়নি।যদিও গত ১৩ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার জামাত মসজিদের পাশাপাশি ঈদগাহ বা খোলা জায়গায়ও আয়োজন করা যাবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।আগামী ২১ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমান সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই উৎসবের অন্যতম অনুষঙ্গ ঈদের নামাজ।রোববার বিকেলে নগর ভবনে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, এবারও শাহী ঈদগাহে ঈদের জামাত হবে না। তবে সিলেট নগরের ছোট বড় সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে একাধিক ঈদের জামাতের আয়োজন করা যাবে।সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী বলেন, শাহী ঈদগাহে ঈদের জামাতে সবসময় লক্ষাধিক মানুষ অংশ নেন। মানুষের এই ঢল এবারও থামানো যাবে না। এত সংখ্যক লোক জড়ো হলে কিছুতেই স্বাস্থ্যবিাধি মানা যাবে না। তাই এখানে ঈদের জামাত আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে।তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় এই ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেব। তবে, কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে কোরবানির ময়লা আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।‘কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।’ঈদের জামাত ও কোরবানির আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান মেয়র।

এ বিভাগের আরো খবর