চট্টগ্রামে অবৈধ পশুহাট উচ্ছেদে অভিযান চালিয়ে ২২ জনকে সাড়ে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
রোববার দিনব্যাপী নগরীর সরাইপাড়া, নাছিরাবাদ, সাগরিকা মোড়, ঈদগাহ, নয়াবাজার ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
এ সময় অবৈধ পশুহাট উচ্ছেদ করে বিক্রির জন্য রাখা পশুগুলো নিকটস্থ ইজারা দেয়া কোরবানির পশুর হাটে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘রোববার নগরের বিভিন্ন স্থানে বসা অবৈধ পশুহাটে অভিযান চালিয়ে ২২ মামলায় সাড়ে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন বলে জানান আবুল কালাম আজাদ।