বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজ শিশুর দেহ বাড়ির পাশের পুকুরে

  •    
  • ১৮ জুলাই, ২০২১ ১৮:৫৩

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় জানান, শনিবার বিকেল চারটার দিক থেকে ৯ বছরের শিশু হোসেন আলীকে খুঁজে পায় না পরিবারের সদস্যরা। এরপর রোববার সকাল ছয়টার দিকে বাড়ির পাশের পুকুরে হোসেনের মরদেহ ভাসতে দেখা যায়।

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুর থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কমলগঞ্জ উপজেলার আলীনগরের পূর্ব কালিপুর গ্রাম থেকে রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছাড় নিউজবাংলাকে জানান, শনিবার বিকেল চারটার দিক থেকে ৯ বছরের শিশু হোসেন আলীকে খুঁজে পায় না পরিবারের সদস্যরা। এরপর রোববার সকাল ছয়টার দিকে বাড়ির পাশের পুকুরে হোসেনের মরদেহ ভাসতে দেখা যায়।

এসআই জানান, সকাল সোয়া ১০টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে বলে জানিয়েছেন এসআই।

এ বিভাগের আরো খবর