ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পীরগঞ্জ উপজেলার ভাকুড়া মাহাতপাড়া গ্রাম থেকে রোববার দুপুর সাড়ে ১২টায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ আনা ছাত্রীর পরিবার জানায়, আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে একটি চক্র। তাদের দাবি করা টাকা না দেয়ায় ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে গত ৩০ জুন সাতজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই ছাত্রীর মা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় নিউজবাংলাকে বলেন, আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সেই মামলার ২ নম্বর আসামি মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।