পিরোজপুরে সদরে নতুন মাদক ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেপ্তার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুম খান।
র্যাবের বিশেষ অভিযানে জেলা সদরের ওধনকাঠি এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুম সদরের টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
র্যাব-৮ এর মেজর মো. খালেদ বলেন, দক্ষিণাঞ্চলে এবারই প্রথম মতো এই মাদক পাওয়া গেছে। এর মূল্য প্রায় ১০ লাখ টাকা। ক্রিস্টাল মেথ আইস নামের উচ্চ মাত্রার এই মাদকের উৎপত্তি জার্মানী থেকে।
তিনি আরও জানান, গোপন তথ্যে জানা যায়, ওই এলাকার মাসুম খানের বাড়িতে মাদক কেনাবেচা হয়। এ কারণে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাসুমকে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।
খালেদ জানান, মাসুমের বিরুদ্ধে পিরোজপুর জেলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি আল মামুন শিকদার।