প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মানিকগঞ্জের শিবালয়ে চার লঞ্চ মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাটুরিয়া লঞ্চ ঘাট পরিদর্শনের সময় বাংলাদেশ নৌ-পরিহবন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শনিবার দুপুরে ২টার দিকে এই জরিমানা করেন।
এর মধ্যে ব্ল্যাকবার্ড লঞ্চ মালিককে ৫ হাজার, ফাতেমা নূরের মালিককে ৫ হাজার, পানসির মালিককে ৩ হাজার ও অনিকা লঞ্চ মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শারমিন আক্তার বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারি ৪৪টি লঞ্চের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ৪টি লঞ্চের চলাচলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই মালিকদের জরিমানা করা হয়। সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের নির্দেশও দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ গ্রামের বাড়িতে যেতে শুরু করেছে। ঘরফেরা মানুষ যেন নিরাপদে নদী পার হতে পারে, এ জন্য লঞ্চঘাট ও লঞ্চ পরিদর্শন করা অব্যাহত থাকবে।