চট্টগ্রামের চকবাজার থানা এলাকায় পাহাড় কাটার সময় আবাসন কোম্পানি এপিক প্রোপার্টিজের চার শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মনির হোসেনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন বকুল আলী, মো. মিন্টু, সজিব ইসলাম ও মো. রবিউল।
চটগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নূরুল্লাহ নূরী জানান, বিকেলে চকবাজার থানার পার্সিভ হিল এলাকায় ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা হচ্ছে- এমন তথ্যে ঘটনাস্থলে যান এক পরিদর্শক ও চকবাজার থানার এক সহকারী উপপরিদর্শক।
পাহাড় কাটার সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই ওই জমির মালিক খোরশেদ আলম ভূঁইয়ার নির্দেশে পাহাড় কাটছিলেন।
তিনি জানান, এ সময় ওই এলাকার আনুমানিক ২ হাজার ৪০০ ঘনফুট পাহাড় কাটা হয়েছিল।
এ বিষয়ে এপিক প্রোপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে একধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।