বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কে বা কারা ষড়যন্ত্র করে ধাক্কা দিয়ে খুঁটি ফেলে দিয়েছে: ইউএনও

  •    
  • ১৭ জুলাই, ২০২১ ২৩:৩৫

ঘরের বাসিন্দা ফাতেমা খাতুন জানান, শুক্রবার রাত ১০ টার পর ঘরের সামনে জোরে কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি ঘরের সামনের ডান পাশের খুঁটিটি ভেঙে গেছে।

হস্তান্তরের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে ঝিনাইদহ সদরের লাউদিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরের খুঁটি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, কে বা কারা ষড়যন্ত্র করে ধাক্কা দিয়ে খুঁটিটি ফেলে দিয়েছে।

এ ঘটনায় সুরাত ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

সকালে লাউদিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, আবাসনের ১ নম্বর ঘরের ডানপাশের খুঁটি ভেঙে গেছে। ঘর ঠেকাতে সেখানে বাশের খুঁটি দেয়া আছে।

এ খবর জানাজানি হলে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন প্রকল্পের ঘর পরিদর্শন করেন। দুপুরে সেখানে ইট-সিমেন্ট দিয়ে নতুন খুঁটি তৈরি করে দেয়া হয়।

ঘরের বাসিন্দা ফাতেমা খাতুন জানান, শুক্রবার রাত ১০টার পর ঘরের সামনে জোরে কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পান। বেরিয়ে দেখেন, ঘরের সামনের ডান পাশের খুঁটিটি ভেঙে গেছে।

ঘরের বাসিন্দা তারা খাতুন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাগের ঘর দিয়েছে। আমার এতে খুব খুশি। কিন্তুক সেই ঘরে যুদি থাকতি না পারি তাহলে নিয়ে কি করব। সরকারতো কম দিই নি। এই ঘর যারা বানাইছে তারা টাকা মারে খাইছে। এই জন্যি আজ এই দশা।’

তারা বানু নামের এক বাসিন্দা বলেন, ‘প্রত্যেক ঘরেই এক অবস্থা। জোরে ঝড় হলি তো ভাঙে পড়বে। এর মদ্যি থাকতিতো ভয় করে। কখন যানি ঘর ভাঙে মাথায় পড়ে। এই ভয়ে থাকি। যদি দ্যাও ভালোতা দ্যাও। না দিলি দরকার নেই। এসব কুমা জিনিস দিয়ে ঘর বানানোর দরকার কি।’

লাউদিয়া গ্রামের বাসিন্দা সাহেব আলী বলেন, ‘ঘরগুলো তৈরি করেছে কিন্তু তার সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গরুও হাঁটতে চায় না। আর যে খুঁটি ভেঙে পড়েছে সেই খুঁটি মনে করেন ৫ ফুট। সেখানে ২ ফুট রড দিয়ে খুঁটি বানাইছে। ঠিকমত সিমেন্টও দিইনি। তাহলে খুঁটি থাকবে কি করে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন বলেন, সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য রাতের আধাঁরে কে বা কারা এই কাজটি করেছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর