জয়পুরহাটের ক্ষেতলালে টিসিবির পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক এক তরুণ নিহত হয়েছেন।
উপজেলার ঠাকুরবাড়ী মোড় এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত ১৮ বছর বয়সী মেহেদি হাসানের বাড়ি উপজেলার হিন্দা গ্রামে।
ওসি নীরেন্দ্রনাথ জানান, মেহেদি মোটরসাইকেলে উপজেলা থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঠাকুরবাড়ী মোড়ে পৌঁছালে জয়পুরহাটগামী টিসিবির পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও তার সহকারী পলাতক।
অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।