ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
মহেশপুর উপজেলার কোটচাঁদপুর-জীবননগর সড়কের কানাইডাঙ্গা এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ভুন্দি বেগমের বয়স ৪৫ বছর। তার বাড়ি মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, শনিবার দুপুরে ভুন্দি বেগম আলমসাধুতে করে মহেশপুর থেকে জীবননগর যাচ্ছিলেন। কানাইডাঙ্গায় একটি মোটরসাইকেলের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ভুন্দি বেগম ও মোটরসাইকেল আরোহী শামীম হোসেন আহত হন।
তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভুন্দি বেগমকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করবে।