মহাসড়কে কোরবানির পশুবাহী কোনো গাড়িতে কেউ চাঁদার জন্য গরুর রশি টানাটানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর, মোগরাপাড়া ও মেঘনা টোলপ্লাজা এলাকা পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ঈদুল আজহা সামনে রেখে মহাসড়কে যাত্রীদের নিরাপদে যানজটমুক্তভাবে বাড়ি পৌঁছে দিতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে চলাচলরত কোনো পশুর গাড়িতে কেউ গরুর রশি টানাটানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
‘পশুর গাড়িতে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশের সদস্যদের বলা হয়েছে।’
তিনি জানান, যাত্রীরা মলম পার্টি ও অজ্ঞান পার্টির হাত থেকে কীভাবে রক্ষা পাবেন, সে বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে। তা ছাড়া এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক গত কয়দিনের তুলনায় অনেকটাই ফাঁকা ছিল। মহাসড়কের বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ টাওয়ার বানানোসহ অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
তবে আগামী দুই দিনের মধ্যে ঘরমুখী মানুষের চাপ অনেক বাড়বে বলে ধারণা পুলিশের।