কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া থেকে একরাম হত্যা মামলার আসামির বাড়ির আঙিনার মাটি খুঁড়ে দুটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উত্তর নলবিলার দরগাহঘোনা এলাকা থেকে শুক্রবার রাতে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।
মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহেদুল ইসলাম শনিবার সকালে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩০ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করা একরামকে হত্যা করে মাতারবাড়ীর কোহেলিয়া নদীতে ফেলে দেয়া হয়।
তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরের দিন সকালে কবির নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে একরামকে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তার বাড়ির আঙিনার মাটির নিচ থেকে দুটি এলজি বন্দুক ও দুটি তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।’
একরাম হত্যায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।