কক্সবাজার শহরে র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ আশু আলী নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র ও সাত রাউন্ড গুলি। র্যাব জানায়, আশু আলী ছিলেন শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
নিহত আশু থাকতেন শহরের বিডিআর ক্যাম্প এলাকায় ফরেস্ট অফিস পাড়ায়।
ঘটনাটি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর উপঅধিনায়ক তানভির হাসান।
তিনি বলেন, শনিবার ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর আসে। র্যাব সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষায় গুলি চালায় র্যাব।
তানভির বলেন, গোলাগুলি থামলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। র্যাব সদস্যরা সেখানে আশু আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আশুর নামে একাধিক মামলা রয়েছে। সবশেষ শহরে জোড়া খুনের ঘটনার মামলার আসামিও ছিলেন তিনি।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, আশু আলী নেতৃত্বে শহরের আশেপাশের এলাকায় গড়ে উঠেছে কিশোর গ্যাং। তারা খুন, অপহরণ, জায়গায় দখল, অপহরণ, ছিনতাই ও ইয়াবার কারবার করে আসছিল অনেকদিন ধরে।