পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে গাইবান্ধার বাড়ির উদ্দেশে রওনা দেন দুই বন্ধু। বগুড়ার শেরপুরে তাদের বাইকের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। ছিটকে সড়কে পড়ে যান দুজনই। গুরুতর আঘাত নিয়ে একজন রাস্তার ধারে চলে এলেও পারেননি অপরজন। দ্রুতগামী একটি ট্রাক চলে যায় তার ওপর দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শেরপুর উপজেলার হামছায়াপুর কাঁঠালতলা তেলের পাম্পের সামনে শুক্রবার বেলা একটার দিকে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
নিহত আনোয়ার জাহিদ মিলনের বাড়ি গাইবান্ধার খাদুল্লাপুর গ্রামে। তার বন্ধু মামুন একই এলাকার।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বাইকসহ দুই বন্ধু রাস্তার মাঝে পড়ে যান। পেছনে থাকা মামুন রাস্তার মাঝখান থেকে সাইটে আসেন। চালক মিলন আসতে না পাড়ায় পেছনে থাকা দ্রুতগামী ট্রাক তার ওপর দিয়ে চলে যায়। এতে দেহ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মিলন। আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, দুর্ঘটনায় পড়ে মোটরসাইকেল চালকের লাশ থেঁতলে গেছে। মরদেহটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।