কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত রোহিঙ্গা ডাকাতদলের অন্যতম সদস্য। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হন বলে জানায় র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পে দায়িত্বরত এএসপি বিমান কুমার কর্মকার।
শুক্রবার দুপুরে তিনি জানান, ১৬ জুলাই ভোররাতে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের নিচে ডাকাতদলের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে গুলি করে।
গোলাগুলির একপর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়।
পরে ঘটনাস্থল থেকে র্যাব বিপুল পরিমাণ অস্ত্রসহ গুলিবিদ্ধ আহত এক রোহিঙ্গা ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওই কর্মকর্তা।
নিহত রোহিঙ্গা হলেন জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের হাশেম উল্লাহ।
স্থানীয়রা জানান, হাশেম উল্লাহর নেতৃত্বে ক্যাম্প ও ক্যাম্পের আশপাশের এলাকায় অবস্থানরত ডাকাতদের সমন্বয়ে অপহরণ, মুক্তি বাণিজ্য, ডাকাতিসহ ইয়াবা লুটপাট হয়।
এএসপি বিমান কুমার কর্মকার আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি ও একটি দেশি অস্ত্রসহ ৬টি গুলি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে।