সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ১৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত এলাকায় শুক্রবার ভোররাত থেকে যানজট দেখা যায়।
সড়কে যাত্রী ও চালকদের ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যাচ্ছে। যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রংপুরগামী যাত্রী পারভেজ আলী বলেন, 'বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে গাড়িতে উঠেছি। সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছি। কখন বাড়ি পৌঁছাব জানি না।’
যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি বলেও অভিযোগ করেন তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী নিউজবাংলাকে জানান, যানবাহনের অতিরিক্ত চাপে দুর্ঘটনা এড়াতে ধীরগতির সৃষ্টি হয়েছে। যানবাহনের এই ধীরগতি কখনো যানজটের রূপ নিচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
ঈদে ঘরমুখো মানুষ ও পণ্যবাহী যানবাহনের চাপে শুক্রবার দেশের বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। ফেরি ঘাটগুলোতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের।