নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের করা হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
মামলার নথিপত্র ও জব্দ আলামতসহ অন্য সবকিছু সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে শুক্রবার হস্তান্তর করবেন রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের আদেশে মামলাটি সিআইডিতে হস্তান্তর করবে জেলা পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করার আদেশ এসেছে। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্ত করবে সিআইডি।
তিনি জানান, শুক্রবার মামলার নথিপত্র, জব্দ আলামতসহ অন্য সবকিছু সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
সিআইডির নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, পুলিশ সদর দপ্তরের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। মামলার তদন্তভার গ্রহণের পরপরই সিআইডির তদন্ত কর্মকর্তা মামলার বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করবেন।
৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুন লেগে ৫২ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।
পুলিশ তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
বুধবার তাদের আদালতে হাজির করা হলে কারখানার মালিক আবুল হাসেমসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়। হাসেমের দুই ছেলের জামিন দেয় আদালত।