গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভূক্ত আসামি মানিক মিয়াকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
তার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলার এজাহারভূক্ত চার নম্বর আসামি মানিক মিয়া। সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নবীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মিয়া হত্যার ঘটনায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। বিকেলে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুন হওয়া রকির বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সাইদার রহমান ছেলে। ২০১৫ সাল থেকে রকি ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
গ্রেপ্তারকৃত মানিক মিয়ার বাড়ি গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান জানান, মানিককে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে আদালতে তোলা হবে। এ হত্যা মামলার পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গত রোববার রাতে আশিকুর রহমান রকি জেলা শহরের পুরাতন বাজার থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে নিজ বাড়ি কঞ্চিপাড়ায় ফিরছিলেন। এ সময় শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে কাঞ্চন ও তার সহযোগীরা রকির ওপর হামলা চালান। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন রকির বড় ভাই আতিকুর রহমান সরকার গাইবান্ধা সদর থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।