কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিজিবির ভাষ্যমতে, নিহত লুৎফুর রহমান লুতু ডাকাত ও মাদক কারবার। তার বাড়ি উপজেলার নলবনিয়া গ্রামে।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, পালংখালীর নলবনিয়ার একটি চিংড়ি ঘেরে ডাকাতি চেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির সদস্যরা।
উপস্থিতি টের পেয়ে কয়েকজনের ডাকাত বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।
একপর্যায়ে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লুৎফুর রহমানকে উদ্ধার করা হয়।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
অজ্ঞাতপরিচয়ের পলাতক ব্যক্তিদেরও আটকের চেষ্টা চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।