বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে আবারও ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ৩

  •    
  • ১৫ জুলাই, ২০২১ ১৬:৪০

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ব্রিজঘাটা এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়। ক্রিস্টাল মেথের বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।

চট্টগ্রামে নতুন মাদক ক্রিস্টাল মেথসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার তিনজন হলেন জালাল আহাম্মদ, ফারুক ও তালাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ব্রিজঘাটা এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়। ক্রিস্টাল মেথের বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।

ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির বলেন, ‘আটক তিনজন কক্সবাজারের ফোরকান নামের এক রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে আইস এবং নগরীর আনোয়ারা থেকে ইয়াবা সংগ্রহ করেন। পরে এগুলো চট্টগ্রাম নগরে আনছিলেন তারা।

ডিসি আরও বলেন, ‘আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে তোলা হবে।

জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তাদের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, গত মঙ্গলবার সকালে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকা থেকে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ তিনজনকে আটক করে র‍্যাব।

এ বিভাগের আরো খবর