রাজশাহীর সাহেব বাজার এলাকার দোকান থেকে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর পণ্য উদ্ধার করেছে পুলিশ।
মাস্টার পাড়া কাঁচাবাজারে বুধবার সন্ধ্যা ছয়টায় এই অভিযান চালানো হয়।
এ সময় আটক করা হয় দুইজনকে।
তারা হলেন, সাগর ট্রেডার্সের মালিক হেতমখাঁ এলাকার মো. সাগর ও সুমন ট্রেডার্সের মালিক পাঁচআনি মাঠ শেখের চক এলাকার মো. সুমন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি আবু আহাম্মদ আল মামুন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ডিবি পুলিশের একটি দল সাহেব বাজার মাস্টার পাড়া কাঁচাবাজারে অভিযান চালায়। এ সময় বায়তুল আমান জামে মসজিদের নিচের সাগর ট্রেডার্স ও সুমন ট্রেডার্স থেকে টিসিবির তেল, চিনি ও খোলা বোতলের তেল উদ্ধার করা হয়। সেখান থেকে আটক করা হয় দুই দোকানের মালিককে।
রাজশাহী টিসিবির অঞ্চলিক কর্মকর্তা রবিউল মুর্শেদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এর আগেও রাজশাহীতে এমন ঘটনা ঘটেছে। তখন ডিলারদের নাম পরিচয় পাওয়া যায় নি। এসবের সঙ্গে ডিলাররা জড়িত। আমার চাই এইবার গোয়েন্দা পুলিশ বিষয়টি বের করে আনবে। কোনো ডিলারের নাম পরিচয় পেলেই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।’