সাপে কাটার পর তাহমিনাকে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে দুপুরের পর তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ির রামগড়ে বিষধর সাপের কামড়ে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রামগড় উপজেলার লামকুপাড়ায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। মৃত তাহমিনা আক্তারের বাড়ি ওই এলাকাতেই।
স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার সকালে শিশুটিকে একটি সাপ কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেয়।
সেখানে অবস্থার উন্নতি না হলে দুপুরের পর তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতীক সেন নিউজবাংলাকে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবার তার মরদেহ নিয়ে গেছে।