পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স পেয়েছে।
সিভিল সার্জনের কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বুধবার দুপুর ১২টার দিকে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাওয়া অ্যাম্বুলেন্সগুলো দীঘিনালা, পানছড়ি, লক্ষ্মীছড়ি ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, সিভিল সার্জন নূপুর কান্তি দাশ, ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা, চিকিৎসক অর্ণব চাকমাসহ আরও অনেকে।
পার্বত্য জেলা পরিদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য নিরলস কাজ করছে। এরই মধ্যে আধুনিক জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে।
পার্বত্য জেলা পরিষদ হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ সার্বিক সহযোগিতা করে সেবার মান উন্নয়নে ভূমিকা রাখছে।