গাজীপুরে একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর হাতে আগুনের ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে।
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তবে বুধবার জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি জানা যায়।
স্থানীয় লোকজন জানান, নিজমাওনা গ্রামের ১০ বছর বয়সী বিল্লাল হোসেন মিলন বুদ্ধিপ্রতিবন্ধী। নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন তাদের প্রতিবেশী। মাইন উদ্দিনের বাড়ির নির্মাণকাজ চলছিল।
মিলনের মা নাছিমা আক্তারের অভিযোগ, মিলন ওই শিক্ষকের বাড়ির কাজ দেখতে গিয়েছিল। একসময় সে বাড়ির পাশে রাখা বালুর স্তূপের ওপর উঠে খেলা শুরু করে। এতে মাইন উদ্দিন রেগে শিশুটিকে সামনের চায়ের দোকানে নিয়ে যান।
দোকানের চুলা থেকে পলিথিনযুক্ত জ্বলন্ত লাকড়ি বের করে মিলনের হাতে ছ্যাঁকা দেন। স্থানীয় লোকজন এসে তার হাতে পানি ঢেলে তাকে বাড়ি পাঠিয়ে দেন।
শিশুটির দাদা লাল মিয়া নিউজবাংলাকে জানান, এ ঘটনার পর ওই শিক্ষক ও তার বাবা এসে ক্ষমা চেয়ে গেছেন। তবে নাতির ক্ষত দেখার পর তার ক্ষমা করার ইচ্ছা নেই। তিনি এ ঘটনার বিচার চান।
এ বিষয়ে কথা বলার জন্য ওই শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ধরেননি।
নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন
তবে শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার জানান, ঘটনাটি জানার পর তারা ওই শিশুর বাড়িতে গিয়েছিলেন। এ বিষয়ে শিক্ষকের বক্তব্য লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘অভিযুক্ত প্রধান শিক্ষক লিখিত আকারে তার বক্তব্য দিয়েছেন। তদন্তে আমরা তার বিরুদ্ধে প্রমাণও পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন। তিনি বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’