বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুলাই, ২০২১ ১৬:২২

আন্দোলনরত শ্রমিক শেফালি জানান, মঙ্গলবার তারা কাজ বন্ধ করে সড়ক অবরোধ করলে কর্তৃপক্ষ সন্ধ্যায় বেতন দেয়ার কথা জানায়। কিন্তু পরে বেতন না দিলে বুধবার সকাল থেকে তারা আবার সড়ক অবরোধ করেন।

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

স্টাইল ক্র্যাফট লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শ্রমিক মো. মনির নিউজবাংলাকে জানান, কর্তৃপক্ষ ঠিক সময়ে শ্রমিকদের বেতন ও বোনাস দিচ্ছে না। একাধিকবার বেতন দেয়ার তারিখ দিলেও পরে আর দেয়নি। এভাবে শ্রমিকদের চলতি বছরের তিন মাসের ও গত দুই বছরের চার মাসের বেতন বকেয়া রয়েছে।

গত ঈদেও তাদের আন্দোলন করে বেতন ও বোনাস নিতে হয়েছে বলে জানান এই পোশাকশ্রমিক।

আরেক শ্রমিক শেফালি জানান, মঙ্গলবার তারা কাজ বন্ধ করে সড়ক অবরোধ করলে কর্তৃপক্ষ সন্ধ্যায় বেতন দেয়ার কথা জানায়। কিন্তু পরে বেতন না দিলে বুধবার সকাল থেকে তারা আবার সড়ক অবরোধ করেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানছেন না। বিষয়টি মীমাংসার জন্য কারখানা কর্তৃপক্ষকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর