বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিককে হত্যার চেষ্টায় মামলা

  •    
  • ১৪ জুলাই, ২০২১ ১৬:২০

সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ জানান, ছিনতাইকারী ও মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেনের ছেলেসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, গত বছরের ১ মে এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে মীর্জা আনোয়ারের নির্দেশে তাকে হত্যার চেষ্টা এবং মারধর করেছেন।

টাঙ্গাইলে নিউজ করায় পূর্ব শক্রতার জেরে আব্দুল্লাহ আল মাসুদ নামের এক সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সদর উপজেলার আকুর টাকুর পাড়ায় হাউজিং মাঠ এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মাসুদ ওই রাতেই ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন ও তার ছেলে মির্জা সিয়াম আনোয়ার বিশাল, মো. রাফি এবং মো. রাকিব।

আব্দুল্লাহ আল মাসুদ চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি এবং টি নিউজ বিডি ডটকমের স্টাফ রির্পোটার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাসুদ বাসা থেকে বের হয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলেন। পথে আকুর টাকুর পাড়ায় হাউজিং মাঠ এলাকায় পৌঁছলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন ও তার ছেলে মির্জা সিয়াম আনোয়ার বিশালসহ আরও কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে মীর্জা আনোয়ারের নির্দেশে তার ছেলেসহ ৫ থেকে ৬ জন মাসুদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ সময় মাসুদ গালি দিতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। এ ছাড়া সিয়ামের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্য মাসুদের মাথায় আঘাতের চেষ্টা করেন বলে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, তখন মাসুদের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। এরপর তার মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে মাসুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মাসুদ ওই রাতেই চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এ ব্যাপারে আব্দুল্লাহ আল মাসুদ জানান, ‘ছিনতাইকারী ও মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেনের ছেলেসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, গত বছরের ১ মে এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে মীর্জা আনোয়ারের নির্দেশে তাকে হত্যার চেষ্টা এবং মারধর করেছেন।

মামলার আইও টাঙ্গাইল সদর থানায় (এসআই) মোরাদুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে সাংবাদিক মাসুদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ কর্মরত সাংবাদিকরা। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

এ বিভাগের আরো খবর