নিহত ব্যক্তির নাম সেলিম আহম্মেদ। ৪০ বছরের সেলিম পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকার বাসিন্দা।
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন একজন। পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় পেট্রল পাম্পের কাছে মঙ্গলবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সেলিম আহম্মেদ। ৪০ বছরের সেলিম পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নিহত সেলিম কিছু দিন আগে তাবলিগ জামাতে যেতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার বেলা ২টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়ক পার হওয়ায় সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ট্রাকচালক ও সহযোগী পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে জব্দ করে।
এ ঘটনায় মামলার পর সেলিমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।