ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়ির পাশের আমগাছ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ২ নম্বর গামারীতলা ইউনিয়নের পশ্চিম গামারিতলা গ্রাম থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে মো. হৃদয়ের মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ বছর বয়সী হৃদয় চট্টগ্রামে শ্রমিকের কাজ করত।
হৃদয়ের দাদি আমেনা খাতুন নিউজবাংলাকে জানান, এক বছর বয়সেই হৃদয়ের মা মারা যায়। সে চট্টগ্রামে তার ফুপুর বাড়িতে থাকত। সেখানেই শ্রমিক হিসেবে কাজ করত। ঈদুল আজহা উপলক্ষ্যে সে ১৫ দিন আগে বাবার বাড়ি এসেছিল।
সোমবার রাত নয়টার দিকে হৃদয়সহ পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত তিনটার দিকে আমেনা খাতুন টয়লেটে যাওয়ার জন্য উঠে দেখেন হৃদয় ঘরে নেই। আশপাশে খোঁজাখুঁজি করে ভোররাতে তার মরদেহ বাড়ির পাশের আমগাছে ঝুলতে দেখা যায়।
পুলিশকে খবর দিলে তারা বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিউজবাংলাকে বলেন, ‘এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাকে হত্যা করা হয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।’
ওসি আরও জানান, বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।