চাঁদপুরের কচুয়ায় খালের পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার খিলমেহের-উত্তর সেঙ্গুয়া রাস্তার পাশের খাল থেকে রুমা বেগম নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
রুমা উপজেলার উত্তর সেঙ্গুয়া গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে। বিবাহবিচ্ছেদ হওয়ায় তিনি বাবার বাড়িতে থাকতেন।
রুমার বাবা মোস্তাফা মিয়া জানান, রোববার বিকেলে শামুক তোলার জন্য বাড়ির পাশের ক্ষেতে যায় রুমা। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। তবে তার সন্ধান পাওয়া যায়নি।
রুমার মানসিক সমস্যা ছিল বলেও জানান মোস্তাফা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে একটি মৃতদেহ খালের পানিতে ভাসতে দেখেন তারা। খবর পেয়ে রুমার পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে পুলিশকে জানালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।