ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধোবাউড়া উপজেলার ৪ নম্বর পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পোড়াকান্দুলিয়া বাজারের পাশ থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত হাসান আলী শিকদারের বয়স ৭৪ বছর। তার বাড়ি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে।
ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন নিউজবাংলাকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পোড়াকান্দুলিয়া বাজারের কয়েকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। এরপর থানায় খবর দেয়া হয়।
তিনি আরও জানান, পুলিশ গিয়ে সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। এটি তিন দিনের পুরোনো মনে করা হচ্ছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবার থেকে কোনো মামলা না করায় পুলিশ এ ঘটনায় অপমৃত্যুর মামলা করবে।