বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

  •    
  • ১৩ জুলাই, ২০২১ ২০:৩৭

নিহত পোশাকশ্রমিক কবির হোসেন কারখানায় স্যাম্পলম্যান পদে চাকরি করতেন। কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক ও এক নারী নিহত হয়েছেন।

মহানগরের কোনাবাড়ী এবং কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মঙ্গলবার সকালে এই প্রাণহানি ঘটে।

পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন পোশাকশ্রমিক কবির হোসেন কালু। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ইউটার্ন নেয়ার সময় একটি ট্রাক বাইকটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়।

নিহত কবির ময়মনসিংহের ভালুকা উপজেলার সোহাল গ্রামের কুদরত আলীর ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে মহানগরের সালনা এলাকায় ফ্রেন্ডস নিটিং লিমিটেড পোশাক কারখানায় স্যাম্পলম্যান পদে চাকরি করতেন। এ ঘটনায় স্থানীয়রা চালক নূর মোহাম্মদকে ট্রাকসহ আটক করে পুলিশে দিয়েছেন। আটক ব্যক্তি জয়পুরহাট সদর থানার রাংতা গ্রামের শামসুদ্দিনের ছেলে।

এদিকে কালিয়াকৈর-মাওনা সড়কের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় সিএনজি অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে যাত্রী রেনু রানী সরকার নিহত হন।

নিহত রেনু টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বন্নী গ্রামের অনিল সরকারের স্ত্রী।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান, রেনু রানী শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় তার ছেলের বাসা থেকে নিজ বাড়ি কালিয়াকৈর যাচ্ছিলেন। ওই ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ বিভাগের আরো খবর